পণ্য নয় বিয়ের কণে দেখা

লিখেছেন লিখেছেন শেখ সাদী ০৮ মার্চ, ২০১৩, ০১:৪৮:০৬ দুপুর

মেয়ের বাড়ী ্ বসার রুমে বসে আছে ছেলে ,সাথে এসেছে তার মামা,ছোট বোন এক জন বন্ধু ও ঘটক ্ সামনে টেবিলের উপর হালকা-পাতলা নাস্তা-পানি, সবাই অল্প সল্প নাস্তা পানি নিচ্ছে ্ অপেক্ষা করছে কখন মেয়েকে নিয়ে আসা হবে ্ অপেক্ষার পালা শেষ ্ প্রথমে প্রবেশ করল মেয়েটির চাচি ্ তারপর বিয়ের পাত্রী সাথে তার ছোট বোন ্সবাই বাকী খালি সোফা গুলোতে বসল ্ মেয়েটি লজ্জায় মুখ তুলে তাকাচ্ছে না ্ তবে আড় চোখে ছেলেটিকে দেখার টেষ্টা করছে ্ অন্য সবাই মেয়েটিকে দেথছে ্ কয়েকবার ছেলেটির সাথে মেয়েটির চোখাচোখি হয়েছে ্ টুকিটাকি প্রশ্ন চালাচারি হচ্ছে ্ ছেলেটি মেয়েটিকে ভাল-মন্দ প্রশ্ন করছে ্ এখেত্রে মেয়েটি হে না ছাড়া আর কিছুই বলছে না ্ প্রদর্শন করা শেষ !!! মেয়েটি চলে যাওয়ার সময় ছেলের মামা মেয়েটির হাতে একটি কি জানি দিয়ে গেল ্ হবে হয়ত একশত, পাঁচশত, অথবা একহাজার টাকার একটি, দুইটি অথবা দশটি নোট ্

সন্ধ্যা সাতটা আটাশ মিনিট ্ ছেলেটি ও তার বন্ধুরা সহ স্কুলের মাঠে আড্ডা দিচ্ছে ্ আজকের আড্ডার টপিক মেয়ে দেখা ্ আলেচেনা হচ্ছে মেয়েটি সুন্দর স্যামলা না কালো ্ দেখেতে সেকসি নাকি ্ বিশেষ অঙ্গগুলোর আকৃতি কেমন ্ হানিমুনে গিয়ে কেমন আনন্দ করা যাবে ্ আরও গভীর কথাবার্তা চলছে ............

রাত দশটা সাতচল্লশি মিনিট ্ ছেলের বাড়ী্ ্ পারিবারিক বৈঠক চলছে ্ আলোচনার বিষয় ছেলের বিয়ে ও মেয়ে দেখা ্ আলোচনার মূল টপিক আজকে য়ে মেয়েকে দেখেছে তাকে নিয়ে ্ আলোচনা হচ্ছে মেয়েটি দেখেতে কেমন সুন্দর , স্যামলা না কালো,চিকন না মোটা ্চুল ছোট না বড় ্নাক মোটা না চিকন, খাড়া না বোচা ্কথা বলে কিভাবে , হাঁটে কিভাবে ্ একটা পছন্দ তো অন্য টি অপছন্দ ্ মেয়েটিকে কারও পছন্দ কারও অপছন্দ ্ যেন হাটের পশু অথবা সুপার ষ্টোরের পণ্য ্

ছেলের বাড়ী ্ কোরবানীর ঈদ আগত ্ বাড়ীর সামনে উঠানে গরু-ছাগল ঘাস খাচ্ছে ্ হাট খেকে কেনা হয়েছে ্ আত্নীয় স্বজন প্রতিবেশীরা গরু-ছাগল দেখছে ্ কেহ দাম জিঙ্গাসা করছে ্ কেহ গরুর সাইজ দেখছে ্ শং, পাছা ,

পা , মাথা, চামড়ার রং সব কিছুই খুটি নাঠি করে দেখছে ্ গরু -ছাগল গুলো কারও পছন্দ হচ্ছে কারও পছন্দ হচ্ছে না ্ কেহ বলছে ভাল হয়েছে , কেহ বলছে খারাপ হয়েছে ্

ঢাকার একটি অভিজাত মার্কেটের সুপার ষ্টোর সপ ্ ছেলে ও তার পরিবারের সদস্যরা বিভীন্ন ভোগ্যপণ্য দেখেছে ্ একই পণ্য কারও পছন্দ হচ্ছে কারও পছন্দ হচ্ছে না ্ মার রং ভাল লাগলে ছেলের পছন্দ হয় না ্ বোনের তো স্টাইলটাই পছন্দ হয় না ্ আবার ছেলের পছন্দ হলে বোনের পছন্দ হয় না ্ বোনের পছন্দ হলে ছেলের রং পছন্দ হয় না ্ ্ আর বন্ধু !! ওকে তো মেয়ে দেখার সময় নিয়ে যাওয়া হয়েছে ্ পরিবারের সাথে মার্কেটে কি আনা যায় ্ বোন আছে না ........

ছেলেকে মেয়ের অথবা মেয়েকে ছেলের পছন্দ হয়েছিল কিনা জানা যায় নি ্ তাদের বিয়ে হয়েছিল কি না জানা যায় নি ্

এটি আমাদের সমাজের একটি খন্ড চিত্র ্ আমাদের সমাজ ব্যবস্থা ,সামাজিক নীতি আমাদের বোনদের মেয়েদের হাটের পশু সুপার ষ্টোরের পণ্য করে ফেলেছে ্ তাদের মান মর্যাদা সম্মান তাদের প্রতি ভালবাসা দিনে দিনে কমে যচ্ছে ্

বিয়ে একটি ধর্মীয় বিধান ্ সুতরাং বিয়ের আনুষ্ঠানিকতা যার যার ধর্মের ভিত্তিতেই হওয়া দরকার ্ ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে ্ নারীকে প্রদর্শনী পণ্য করেনি ্ ইসলামের বিধান হচ্ছে বিয়ের প্রস্তাব দেওয়ার পর শুধুমাত্র পাত্র-পাত্রীরা নিজেদের মধ্যে দেখাদেখি করবে ্ এছাড়া পাত্রীকে ছেলেপক্ষের নারীরা দেখবে ্ পরে পাত্র-পাত্রীর সম্মতিক্রমে বিয়ে হবে ্যদি তারা উভয়ে প্রাপ্ত বয়স্ক হয় তবে বিয়েতে ছেলেমেয়েকে বাধ্য বরা যাবে না ্ ইসলাম নারীর অধিকার নিশ্চিত করে ্ আমাদের সমাজ ,আমাদের সামাজিক নীতি থেকে এই প্রদর্শনের পরিপর্বতন হওয়া দরকার ্ নারীকে প্রদর্শন নয় তাকে তার নিজের মর্যাদা দেওয়া দরকার ্তাহলে নারী দিবসের সার্থকতা পূর্ণ হবে ্ এটি একজন মাকে, চাচিকে, বোনকে, খালাকে, মহিলা প্রতিবেশকে, বান্ধুবীকে পাত্রী মেয়েটির পক্ষে নিশ্চিত করতে হবে ...নারীর পুরুষের সমান অধিকার নয় ,নারী পুরুষের স্ব স্ব অধিকার প্রতিষ্ঠা হউক ্ তাহলেই নারীর অধিকার প্রতিষ্ঠা হবে ্ সমান অধিকার নয় স্ব স্ব অধিকার প্রতিষ্ঠাই সর্বোত্তম অধিকার ্

বিষয়: বিবিধ

১৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File